২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৩১

গরুর গোবর ও মূত্র থেকে তৈরি হচ্ছে প্রসাধনী সামগ্রী

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি পশুহাটে জবাই দেওয়া বা মাংস খাওয়ার জন্য গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার৷ ক্ষমতায় আসার পরপরই গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর হয়েছে বিজিপি। গরু জবাই, গরু গোস্ত সংরক্ষণের অভিযোগে বিভিন্ন রাজ্যে বেশ কয়েকজন মুসলমানদের হত্যা করাও হয়েছে বিজিপির ছত্রছায়ায়। গরু নিয়ে ভারতে এ উম্মাদনায় যুক্ত হল আরেক কান্ড।  এবার গোবর, গোমূত্র দিয়ে তৈরি সাবান, ফেসপ্যাক বাজারে আনতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস৷  আরএসএস’র নিজস্ব ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে এইসব পণ্যসামগ্রী। বাজারজাতের পাশাপাশি শীগ্রই অনলাইনেও কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা৷

জানা যাচ্ছে, মথুরার ফারাহ এলাকায় দীনদয়াল ধামের একটি ফার্মাসিউটিক্যাল ল্যাবে গোবর, গোমূত্র থেকে তৈরি করা হচ্ছে ওষুধ, সাবান, ফেসপ্যাক৷ এখন দীনদয়াল ধাম ও আরএসএস’র ক্যাম্পে এ পণ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে৷  দীন দয়াল ধামের ডেপুটি সেক্রেটারি মণীশ গুপ্ত জানিয়েছেন,  এইসব সামগ্রী বিক্রি করার জন্য বিভিন্ন অনলাইন পোর্টালের সঙ্গে কথা চলছে৷ মথুরাতে দীনদয়াল ধামের গোশালায় ৫০টি গরু রয়েছে৷ প্রতিদিন সেখান থেকে গোমূত্র ও গোময় সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়৷ পরে বিভিন্ন সামগ্রী তৈরিতে প্রয়োজন মতো তা ব্যবহার করা হয়৷ দীনদয়াল ধামের ওই ফার্মাসিউটিক্যাল ল্যাবে কর্তৃপক্ষের দাবি,  কোনও সামগ্রী তৈরিতে কোনও রাসায়নিক ব্যবহার করা হয় না৷   আরএসএস’র দাবি, স্থানীয় বাজারে ইতিমধ্যেই বিভিন্ন সামগ্রী বিপুল চাহিদা তৈরি হয়েছে৷ অনলাইনে বিক্রি করা শুরু হলে, সারা বিশ্বের লোক এইসব সামগ্রী ব্যবহার করে উপকৃত হবেন৷

দৈনিক দেশজনতা এন/এইচ

প্রকাশ :জুন ৬, ২০১৭ ১২:৩৮ অপরাহ্ণ