১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

ইন্টারপোলের সাবেক প্রধানের বেঁচে থাকা নিয়ে সংশয় স্ত্রীর

ইন্টারপোলের সাবেক প্রধান কর্মকর্তা মেং হংওকে আটক করেছে চীন। তবে তিনি বেঁচে আছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার স্ত্রী গ্রেস মেং। শুধু তাই নয়, নিজেও জীবন নিয়েও শঙ্কিত বলে জানিয়েছেন মেং।

সম্প্রতি চীন সফরকালে ঘুষ গ্রহণের অভিযোগে ইন্টারপোলের সাবেক প্রধানকে আটক করে চীন। পরবর্তীতে তাকে আটক ও তদন্ত পরিচালনার কথা জানায় দেশটি।

মেং বলেন, চীন যে কোনোকিছুই করতে পারে এবং ভিন্নমতাবলম্বীদের দমনে তাদের ক্ষমতার কোনো সীমা নেই।

ইন্টারপোল প্রধানের আটকের ঘটনাটিকে রাজনৈতিক নিপীড়ন বলেই মনে করেন মেং।

প্রকাশ :অক্টোবর ২০, ২০১৮ ৯:৪৮ পূর্বাহ্ণ