আগেরদিনই ম্যাচ পুরোপুরি পাকিস্তানের মুঠোয় চলে এসেছিল। কতটা দাপটের সঙ্গে তারা জিতবে, শুধু সেটাই ছিল দেখার। চতুর্থ ইনিংসে প্রায় ১৪০ ওভার কাটিয়ে দিয়ে অবিশ্বাস্যভাবে দুবাই টেস্ট বাঁচিয়ে ফেলা অস্ট্রেলিয়ারও কিছু একটা দেখানোর ছিল। তা দেখাল বটে অস্ট্রেলিয়া। সেটি দুঃস্বপ্নের প্রদর্শনী!
মোহাম্মদ আব্বাসের আগুনে পেসে পুড়ে ছাই হয়ে সাড়ে তিনদিনে আবুধাবি টেস্ট হেরে লজ্জার নতুন এক আখ্যান লিখল টিম পেইনের দল। শুক্রবার চতুর্থদিনে অস্ট্রেলিয়াকে ৩৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই টেস্টের সিরিজ ১-০তে জিতে নিয়েছে পাকিস্তান। রানের হিসাবে টেস্টে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে এটা অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় হার।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে কার্যত একাই ধ্বংস করে দিয়েছেন আব্বাস। ৫৩৮ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে তার তোপের মুখে কাল চতুর্থদিন ১৬৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ইতিহাসের পাতা রাঙিয়ে চলা আব্বাস ৬২ রানে নিয়েছেন পাঁচ উইকেট। ২৮ বছর বয়সী এই পেসার প্রথম ইনিংসেও ৩৩ রানে নিয়েছিলেন পাঁচ উইকেট। ১০ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এই প্রথম ম্যাচে ১০ উইকেট পেলেন তিনি।
২০০৬ সালে মোহাম্মদ আসিফের পর এই প্রথম টেস্টে ১০ উইকেট পেলেন পাকিস্তানের কোনো পেসার। দুই টেস্টে মাত্র ১০.৫৮ গড়ে ১৭ উইকেট নেয়া আব্বাসের হাতেই উঠেছে ম্যাচ ও সিরিজসেরার জোড়া পুরস্কার। গত ১০০ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কোনো পেস বোলারের সেরা গড় এটি। আব্বাসের দুরন্ত বোলিংয়ে গত নয় বছরে নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে এনিয়ে ১০ টি টেস্ট সিরিজ জিতল পাকিস্তান।
এক উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থদিন শুরু করা অস্ট্রেলিয়া কাল দাঁড়াতেই পারেনি আব্বাসের আগুনে বোলিংয়ের সামনে। মাত্র ২৩ বলের মধ্যে টানা চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং-মেরুদণ্ড গুঁড়িয়ে দেন আব্বাস। এরপর তিন উইকেট নিয়ে লেজটা ছেঁটে ফেলেন লেগ-স্পিনার ইয়াসির শাহ।
আগের দিন অনুশীলনের সময় হাঁটুতে মারাত্মক চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি অসি ওপেনার উসমান খাজা। অ্যারন ফিঞ্চ (৩১) ট্রাভিস হেড (৩৬) ও মারনাস লাবুশেনের (৪৩) ক্ষণিকের প্রতিরোধে হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে অস্ট্রেলিয়া। একই ভেন্যুতে বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি ২০।
স্কোর কার্ড
পাকিস্তান প্রথম ইনিংস ২৮২।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১৪৫।
পাকিস্তান দ্বিতীয় ইনিংস ৪০০/৯ ডিক্লেয়ার।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস
রান বল ৪ ৬
ফিঞ্চ এলবিডব্লু ব আব্বাস ৩১ ৬১ ২ ০
এস মার্শ ব হামজা ৪ ৬ ১ ০
হেড ক বদলি ব আব্বাস ৩৬ ৫৩ ৫ ০
এম মার্শ এলবিডব্লু ব আব্বাস ৫ ৫ ১ ০
লাবুশেন ক বদলি ব আব্বাস ৪৩ ৭৮ ৫ ০
পেইন ব আব্বাস ০ ৩ ০ ০
স্টার্ক এলবিডব্লু ব ইয়াসির ২৮ ৫৩ ৪ ০
সিডল এলবিডব্লু ব ইয়াসির ৩ ৬ ০ ০
লায়ন নটআউট ৬ ২১ ০ ০
হল্যান্ড ক সোহেল ব ইয়াসির ৩ ১২ ০ ০
খাজা অ্যাবসেন্ট হার্ট –
অতিরিক্ত ৫
মোট (অলআউট, ৪৯.৪ ওভারে) ১৬৪
উইকেট পতন : ১/১০, ২/৭১, ৩/৭৭, ৪/৭৮, ৫/৭৮, ৬/১৪৫, ৭/১৫১, ৮/১৫৫, ৯/১৬৪।
বোলিং : মোহাম্মদ আব্বাস ১৭-২-৬২-৫, মীর হামজা ৬-০-৪০-১, ইয়াসির শাহ ২১.৪-৫-৪৫-৩, বিলাল আসিফ ৫-২-১২-০।
ফল : পাকিস্তান ৩৭৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য
সিরিজ : মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)।