২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

বাংলাদেশের বিপক্ষে খেলবেন না লুইসও!

ক্রিস গেইলের পর এবার জানা গেল ওয়েস্ট ইন্ডিজের অপর মারকুটে ওপেনার এভিন লুইসের বাংলাদেশের বিপক্ষে সিরিজে না থাকার কথা।

উইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লিউআইসিবি) এভিন লুইস জানিয়ে দেন, ভারত সফরে যাচ্ছেন না তিনি। ভারতের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছিল লুইসকে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

চলতি মাসের শুরুতে বোর্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেয়া হলে সেটিও মানা করে দিয়েছিলেন লুইস। আর ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে দল থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

লুইসের বদলে ওয়ানডে সিরিজে কাইরন পাওয়েল ও টি-টোয়েন্টি সিরিজে নিকোলাস পুরানকে দলে নেয়া হয়েছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১শে অক্টোবর। আর ৪ঠা নভেম্বর শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

ভারতের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। পূর্ণাঙ্গ সিরিজে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২২শে নভেম্বর।

প্রকাশ :অক্টোবর ২০, ২০১৮ ৯:৫৫ পূর্বাহ্ণ