২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের বিশাল ব্যবধানে জয়

পাকিস্তান ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জিততে না পারার আক্ষেপ থাকলেও দ্বিতীয় টেস্টে বিশাল ব্যবধানে জিতেছে পাকিস্তান। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭৩ রানে জয় তুলে নেয়।

টসে জিতে ব্যাট ব্যাটিংয়ে নামা পাকিস্তান দল প্রথম ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে তুলে ২৮২ রান। এদিন ফখর জামান ও পাকিস্তান অধিনায়ক সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকে আউট হলেও দলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে সাহায্য করে।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান লিয়ন সর্বোচ্চ ৪ টি উইকেট পায়।

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ছিল যাচ্ছেতাই। সবকয়টি উইকেট হারিয়ে দলটি কোনমতে ১৪৫ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৩৯ রান করে অ্যারন ফিঞ্জ।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস অল্প রানে গুটিয়ে দিতে সাহায্য করে পাক বোলার মোহাম্মদ আব্বাস ও বিলাল আসিফ। মোহাম্মদ আব্বাস দুর্দান্ত বোলিংয়ে ৫ টি উইকেট শিকার করে নেয়। অন্যদিকে বিলাল নেয় ৩টি উইকেট।

১৩৭ রান লিড নিয়ে থাকা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসও ছিল দুর্দান্ত। দলটি দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৪০০ রান তুলে ইনিংস ঘোষণা দেয়। ৫৩৭ রানের বিশাল লিড দেয় অস্ট্রেলিয়াকে।

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন বাবর আজম। আজম ব্যক্তিগত ৯৯ রান করে আউট হয়ে যান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দারুণ খেলেন ফখর জামান ও অধিনায়ক সরফরাজ আহমেদ। দ্বিতীয় ইনিংসে ফখর জামান খেলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস। অন্যদিকে সরফরাজ খেলেন ৮১ রানের ইনিংস। আজহার আলিও এদিন ৬৪ রান তুলে হাস্যকরভাবে রান আউট হয়ে যান।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসও সর্বোচ্চ ৪টি উইকেট নেয় নাথান লিয়ন।

৫৩৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা মোটেই ভাল ছিল না। দলীয় ১০ রানের মাথায় দলটি প্রথম উইকেটের পতন ঘটে। দলটি প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে পাকিস্তানি বোলারদের মুখে দাঁড়াতে পারেনি। ১৬৪ রানেই দলটির সবকয়টি উইকেট হারিয়ে ফেলে।

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামায় মোহাম্মদ আব্বাস। মোহাম্মদ আব্বাস দ্বিতীয় ইনিংসেও ৫টি উইকেট তুলে নেয়। ৩ টি উইকেট শিকার করে ইয়াসির শাহ।

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৮ ৫:৫৩ অপরাহ্ণ