নিলাম হবে চাঁদের পাথর। ওজন প্রায় সাড়ে পাঁচ কেজি। এমন বিশাল আকারের চাঁদের টুকরোর দাম নিলামে আকাশছোঁয়া হতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে। দাম উঠতে পারে ৫ লাখ ডলার।
সারা বিশ্বে এর চেয়ে বড় চাঁদের টুকরা আর পাওয়া যায়নি। বোস্টনে অবস্থিত এক মার্কিন নিলাম সংস্থা এ নিলামের আয়োজন করছে। অনলাইনে নিলাম হবে বলে জানা গেছে।
এই চাঁদের পাথর পৃথিবীতে এসেছিল বহু বছর আগে, চাঁদের সঙ্গে কোনো ধূমকেতুর সংঘর্ষের ফলে। বিভিন্ন সময়ে চাঁদের পাথর পাওয়া গেছে পৃথিবীর বিভিন্ন স্থানে। কিন্তু এত বড় টুকরো এর আগে পাওয়া যায়নি।
মোট ৬টি টুকরো রয়েছে চাঁদের পাথরের। যার মধ্যে সব থেকে বড় টুকরোটির ওজন প্রায় ৩ কেজি। কারা কিনতে পারে এই পাথর? এক ঐতিহাসিক মিউজিয়ামের কথা শোনা যাচ্ছে। সেই মিউজিয়াম ছাড়াও কোনো কোনো শৌখিন ধনী ব্যক্তিও টার্গেট করতে পারেন চাঁদের টুকরোকে।
হাজার হোক, হাতে চাঁদ পাওয়া বলে কথা। ক্ষমতা থাকলে কে চাইবে না সেই স্বপ্ন সত্যি হোক।