১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

৯৭ বছর ধরে মানুষের চুল কাটছেন যে নরসুন্দর

অ্যান্তোনিও ম্যানসিনেলি। বয়স ১০৭। নিউইয়র্কের এই নরসুন্দর ৯৭ বছর ধরে মানুষের চুল কাটছেন। তিনিই এখন বিশ্বের সবচেয়ে প্রবীণ নরসুন্দর। কিন্তু এখনো অবসরের চিন্তা করছেন না অ্যান্তোনিও ম্যানসিনেলি। পুরোদমে এখনো নিজের কাজ করে চলেছেন তিনি। একটুখানি বিশ্রাম নেয়ার চিন্তাও কখনই তার ভাবনায় উঁকি দিয়ে যায় না।

৯৬ বছর বয়সেই বিশ্বের সবচেয়ে প্রবীণ নরসুন্দর হিসেবে গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডসে নাম উঠে যায় অ্যান্তোনিও ম্যানসিনেলির। তার পর একে একে কেটে গেছে ১১ বছর। অবসর কবে নেবেন জিজ্ঞেস করলেই অ্যান্তোনিও ম্যানসিনেলি এখনো পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘কেন আমার অবসর নিতে হবে।’

আগামী মার্চে অ্যান্তোনিও ম্যানসিনেলির ১০৮ বছর পূর্ণ হবে। এখন প্রতিদিন ৮ ঘণ্টা করে সপ্তাহে ৫ দিন কাজ করেন তিনি। জন্মদিনকে ঘিরে পরিকল্পনা জানতে চাইলে অ্যান্তোনিও ম্যানসিনেলি বলেন, তখনও তিনি এভাবে কাজ করে যেতে চান। সূত্র: ইনসাইড এডিশন

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৮ ৯:২৪ পূর্বাহ্ণ