যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর থেকেই চুপ ছিলেন ‘শক্তি’ সিনেমার অভিনেতা নানা পাটেকর। তার এই চুপ থাকা নিয়ে গুঞ্জন চলছিল বলিউডের আনাচে কাঁনাচে।
অবেশেষে মুখ খুললেন নানা। জানা গেছে, উকিলের পরামর্শেই এতদিন চুপ ছিলেন ‘ওয়েলকাম’ সিনেমার ‘উদয় শেট্টি’।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর, নানা বলেছেন, ‘আমার উকিল কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলার পরামর্শ দিয়েছেন। না হলে আমি তো আপনাদের সঙ্গে কথা বলি প্রায়ই। আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু উনি যখন না করেছেন, সেটা তো আমাকে শুনতে হবে। তাই দয়া করে আমায় মাফ করবেন।’
তবে তনুশ্রীকে আদৌ যৌন নিপীড়ন করা হয়েছিল কি না, এমন প্রশ্ন অনেকটাই এড়িয়ে যান ‘আব তাক ছাপ্পান’ সিনেমার এই অভিনেতা। তিনি বলেন, ‘১০ বছর আগে যা বলেছিলাম, আজও তাই বলব। কাল যেটা সত্যি ছিল, আজও তাই-ই সত্যি। আজ যেটা সত্যি, কালও সেটাই সত্যি থাকবে।’
তারপরও ভারতীয় সাংবাদিক তার কথা বুঝতে না পেরে একই প্রশ্ন করলে নানা বলেন, ‘আপনাকে যতটা বলার ছিল, বলে দিয়েছি। ধন্যবাদ।’
উল্লেখ্য, গতকাল সোমবার সামপ্রতিক ঘটনা নিয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল অঙ্গার সিনেমার নায়ক নানা পাটেকরের। কিন্তু গত রবিবার তার ছেলে মালহার সংবাদ সম্মেলনটি বাতিল হয়েছে বলে জানান। এর পরই এক সাংবাতিক নানার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করে তার চুপ থাকার কারণ বের করেন।