সম্প্রতি সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা হওয়ার আনন্দে ভাসেন জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার।
নিজেদের নামের সঙ্গে মিলিয়ে তাসকিন ও ইমরুল সন্তানদের নাম রেখেছেন। তাসকিন-রাবেয়া দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হয়েছে তাশফিন আহমেদ রিহান। ইমরুল-রুবাইয়া দম্পতির ছেলের নাম রাখা হয়েছে সুহাইব বিন কায়েস।
গত বছরের ৩১ অক্টোবর হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন তাসকিন আহমেদ। দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গেই ঘর বাধেন তরুণ প্রতিভাবান এই ক্রিকেটার। বিয়ের ১১ মাসের মাথায় ২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন রাবেয়া।
তাসকিনের ছেলে হওয়ার পরের দিন সকালে একই হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন ইমরুলের স্ত্রী রুবাইয়া ইসলাম। এশিয়া কাপ শেষে দেশে ফেরার পরদিনই পেয়েছেন বাবা হওয়ার এমন সুখবর।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

