১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি

হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

নতুন বিচারপতিরা হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান ননী। এর ফলে বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো সাতজনে।

এর আগে সোমবার হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারপতি ছিলেন। অন্যরা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৮ ১১:৫৩ পূর্বাহ্ণ