১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

হিংমাংশই নেহার একমাত্র সঙ্গী!

বলিউডের পার্টি সং থেকে শুরু করে বিভিন্ন ধরণের গানের কারণে নেহা কক্করের জনপ্রিয়তা এখন তুঙ্গে। গানের ব্যস্ততার মাঝে ‘ইয়ারিয়াঁ’ ছবির হিরো হিমাংশ কোহালির সঙ্গে চুটিয়ে প্রেমও করছেন এই গ্ল্যামারস গায়িকা। সম্প্রতি হিমাংশের সঙ্গে বেশ কিছু নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নেহা। নিজের প্রেম নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই জুটি-

নেহা কক্করের অপর নাম ‘ছোটা প্যাকেট বাড়া ধামাকা’। নেহার সঙ্গে সম্পর্ক নিয়ে হিমাংশ বলেছিলেন, ‘নেহা আমার খুব ভাল বন্ধু। সানি সানি গানটা দিয়েই আমাদের প্রথম একসঙ্গে কাজ।’ শুধু তাই নয়, নেহার সঙ্গে সময় কাটাতে খুবই ভালবাসেন বলে জানিয়েছিলেন হিমাংশ। আর বেড়াতে যেতে হলে, হিংমাংশই কিন্তু নেহার একমাত্র সঙ্গী।

তবে বিয়ে নিয়ে আপাতত কোনো চিন্তা-ভাবনা নেই নেহার। ‘হমসফর’ বলে একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা গিয়েছিল হিমাংশ কোহালি আর নেহা কক্করকে। এদিকে ‘কিস ডে’‌ সেলিব্রেট করতে ইনস্টাগ্রামে হিমাংশকে চুমু খাওয়ার ছবি শেয়ার করেছিলেন নেহা কক্কর। একটি রিয়্যালিটি শো’তে বিচারকের আসনে বসেছিলেন নেহা। আর সেই শো’তে নেহাকে চমকে দিতে স্টেজে গিয়েছিলেন হিমাংশ।

দুজনের সম্পর্কের খুনসুটি অফ স্ক্রিনের পাশাপাশি অনস্ক্রিনে ভেসে ওঠে বারংবার। আর তাতেই এই জুটিকে নিয়ে জল্পনা চলতো বলিউডের একাংশে। তবে তাদের প্রেমের বিষয়ে নেহা লুকোচুরি করেনি।

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৮ ১১:৪৬ পূর্বাহ্ণ