নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গ্রামের বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মওদুদ আহমদের বাড়ির লোকজনের অভিযোগ, রোববার রাত ৯টার দিকে ৩০-৪০ জন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠি-সোঁটা নিয়ে মওদুদ আহমদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির সামনের ফোরকানিয়া মাদ্রাসার দরজা-জানালা ভাঙচুর ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে হামলাকারীরা। পরে মওদুদ আহমদের পুরান বাড়িতে গিয়ে বাড়ির বাসিন্দা কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন পাভেল ও ছাত্রদল নেতা এরশাদ আহমদকে খুঁজতে থাকে। ভয়ে পাভেল ও এরশাদ বাড়ির পেছন দিয়ে পালিয়ে গেলে হামলাকারীরা বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর করে। এরপর পাশের মুন্সি বাড়িতে হামলা চালানো হয়। এ সময় মওদুদ আহমদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলাকারীরা।
এ ব্যাপারে মওদুদ আহমেদ ফোনে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টির জন্য এই হামলা চালিয়েছে। এতে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম বলেন, হামলাকারীরা বাড়ির প্রধান গেইট ভাঙার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে বাড়ির সামনের মক্তব, পুরান বাড়ি ও মুন্সি বাড়িতে হামলা চালায়।
তবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল বলেন, মওদুদ সাহেবের বাড়িতে রোববার রাতে কেউ ছিল না। কেউ থাকলে হয়তো অন্য কেউ প্রতিহিংসা পরায়ন হয়ে হামলা চালাত। এটা কাল্পনিক, বানোয়াট ও মিথ্যা ঘটনা। বিএনপি গুজব ছড়াচ্ছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মওদুদ আহমদের বাড়িতে কোন হামলা হয়নি। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।