জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তি সামষ্টিক অর্থনীতির ওপর কিভাবে প্রভাব ফেলে তা নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন উইলিয়াম নরডহাউস ও পল রোমার। তারা উভয়ই মার্কিন নাগরিক। সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্স।
একাডেমি জানায়, ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নর্ডহাউস হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি অর্থনীতি এবং জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্কে মেলবন্ধন ঘটিয়ে একটি যথাযত মডেল তৈরি করেছেন।
আর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের র্স্টান স্কুল অব বিজনেস-এর অধ্যাপক পল রোমার সম্পর্কে প্রতিষ্ঠানটি জানায়, উদ্ভাবনের দৃঢ় ইচ্ছার ওপর অর্থনৈতিক শক্তির প্রভাব নিয়ে কাজ করেছেন এই অর্থনীতিবিদ।
বিবৃতিতে একাডেমি পক্ষ থেকে আরও বলা হয়, ‘তাদের গবেষণার কারণে প্রকৃতি ও জ্ঞান বাজার অর্থনীতির ওপর কিভাবে প্রভাব ফেলে তা নিয়ে অর্থনৈতিক বিশ্লেষণের সুযোগ বেড়েছে।’
পুরস্কারের অর্থ ৯০ লাখ সুইডিশ ক্রোনার বা ১০ লাখ ডলার রডহাউস ও রোমার ভাগাভাগি করবেন।
১৮৯৫ সালে করা সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইলে অর্থনীতিতে নোবেল পুরস্কারের কথা ছিল না। ১৯৬৮ সালে এ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

