১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রোনালদো, নেই মেসি

২০১৮ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম রয়েছে। তবে ১০ জনের মধ্যে নেই তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর হাতে ২০১৭ সালের পুরস্কারও উঠেছিল। মেসির হাতেও পাঁচবার এ পুরস্কার ওঠে।

রোনালদোর সঙ্গে এ তালিকায় রয়েছেন গ্যারেথ বেল, সার্জিও আগুয়েরো, অ্যালিসন বেকা, করিম বেনজেম, এডিনসন কাভানি, থিবাউ কর্তোয়া, কেভিন ডি ব্রুই্‌, রবার্তো ফিরিমিনো ও দিয়েগো গডিন।

জুভেন্টাসের হয়ে মাঠে রোনালদো দুর্দান্ত খেললেও মাঠের বাইরে কাটাচ্ছেন খারাপ সময়। যুক্তরাষ্ট্রের এক নারী ধর্ষণের অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে। যদিও রোনালদো অস্বীকার করেছেন ঘটনাটি।

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৮ ৬:২৫ অপরাহ্ণ