সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় গোলাম মোস্তফা ওরফে বোমা মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ৯টার দিকে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা সদরের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি রানিগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে।
সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হন গোলাম মোস্তফা। হাঁটা শেষ হলে সকাল ৯টার দিকে তিনি রানিগ্রাম বাজার এলাকায় একটি চায়ের দোকানে বসেন।
এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত গোলাম মোস্তফার ওপর অতর্কিত হামলা চালায় এবং উপর্যুপরি কুপিয়ে তাকে ফেলে রেখে যায়।
পরে গোলাম মোস্তফাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রু তার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।