১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৭

মদের পাত্রে মিলল ৩০০ স্বর্ণমুদ্রা!

রকমারি ডেস্ক:
ঠিক যেন ‘ছিল রুমাল, হয়ে গেল বিড়াল’! কবেকার একটা পরিত্যক্ত জারের ভিতর থেকে সন্ধান মিলল এমন সম্পদের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম লাইভসায়েন্সডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি উত্তর ইতালির কোমোতে ঘটেছে। প্রাচীন গ্রিক শহর করিন্থে মিলেছে এমন গুপ্তধন। ইতালিয়ান মিনিস্ট্রি অব কালচারাল হেরিটেজ অ্যান্ড অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

প্রায় দেড় হাজার বছর আগের (পঞ্চম শতাব্দী) পরিত্যক্ত জারের মধ্যেই ছিল ৩০০টি স্বর্ণমুদ্রা। ওই ধরনের জারে রোমানরা ওয়াইন বা অলিভ অয়েল নিয়ে যেত।
এদিকে কয়েনগুলো পাওয়ার পর প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন, যে সময় রোমান সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছিল সেই সময়েরই নিদর্শন এই জারটি।

এই চত্বরে এমন গুপ্তধন এর আগেও মিলেছে। কিন্তু এমন বিপুল ঐশ্বর্য সচরাচর মেলে না। এই রত্নসম্ভার কে রেখেছিল? কী কারণে একসঙ্গে এত সম্পদ এক সঙ্গে রাখার পরিকল্পনা করেছিল সে? আপাতত এই সব প্রশ্নই ভাবাচ্ছে প্রত্নতাত্ত্বিকদের। যদিও তারা জানেন, এর উত্তর মিলবে না।

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৮ ১১:৩৮ পূর্বাহ্ণ