নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৪ ডিসেম্বরের আগেই শেষ হচ্ছে প্রাথমিকের বিনামূল্যে বিতরণের জন্য নতুন ১১ কোটি বই ছাপা ও বাইন্ডিংয়ের কাজ। ৩১ ডিসেম্বরের আগেই এসব বই পৌঁছে দেওয়া হবে দেশের প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে। নতুন বছরের প্রথম দিনেই সারাদেশে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে নতুন বই।
সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪৭তম বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষে এসব তথ্য তুলে ধরা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এবার ১১ প্রাথমিকের জন্য কোটির বেশি বই ছাপানো হচ্ছে। এতে ব্যয় হবে ৩৬০ কোটি টাকা।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, আগামী ২০২০-২০২১ অর্থ বছরের মধ্যে প্রাথমিকের স্বতন্ত্র শিক্ষা বোর্ড বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।