২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

পাকিস্তানকে ২৪০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২৪০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ। শুরুতে ৩ উইকেট হারানোর পর চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর মুশফিক-মিঠুন দলের বিপর্যয়ে সামাল দেয়। কিন্তু বাংলাদেশের আক্ষেপ ব্যক্তিগত ৯৯ রানে আউট হয়ে মুশফিকের ফিরে যাওয়া।

শুরুতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ১২ রানে উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন। দলে ফেরা সৌম্য সরকার দলের ৫ রানে এবং নিজের শূন্য রানে ক্যাচ দিয়ে আউট হন। এরপর ১২ রানে ফেরেন সাকিবের বদলে দলে আসা মুমিনুল। লিটন দাসও দলের ১২ রানে জুনায়েদ খানের শিকারে পরিণত হন।

এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন। তাদের দু’জনের ব্যাটে শুরুর ধাক্কা সামলে নেয় বাংলাদেশ। দু’জনে গড়েন ১৪৪ রানের দুর্দান্ত জুটি। নিজের ৬০ রানে ক্যাচে দিয়ে আউট হন মিঠুন। তার আউটের পর ক্রিজে আসেন ইমরুল কায়েস। কিন্তু তিনি এ ম্যাচে আর ভালো করতে পারেননি। আত্মবিশ্বাসী শুরু করলেও এলবিডব্লিউ হয়ে ফেরেন ৯ রানে।

তবে মুশফিক দুর্দান্ত গতিতে এগিয়ে যান। নিজের ৯৫ রানে ৪ মেরে ৯৯ করেন তিনি। কিন্তু পরে শাহিন আফ্রিদির বলে উইকেটরক্ষক সরফরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। তারপর ক্রিজে থাকা মাহমুদুল্লাহও ভরসা দিতে পারেননি দলকে। তিনি ফেরেন ৩১ বলে ২৫ রান করে। বাংলাদেশের ইনিংস ৭ বল বাকি থাকতেই শেষ হয়ে যায়। বাংলাদেশের ইনিংসও থেমে যায় ২৩৯ রানে।

আবুধাবিতে অবশ্য প্রথমে ব্যাট করা দলের জয়ের পাল্লা বেশি ভারি থাকে। কারণ আবুধাবীতে এশিয়া কাপের চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে প্রথমে ব্যাট করা দল। অবশ্য রান তাড়া করে জয়ের একমাত্র রেকর্ডটা পাকিস্তানের।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে। আঙুলের ইনজুরির কারণে দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় দলে ফিরেছেন মুমিনুল হক। নাজমুল ইসলাম শান্তর জায়গায় দলে নেওয়া হয় সৌম্য সরকারকে। এছাড়া সর্বশেষ ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হওয়া নাজমুল ইসলাম অপু নেই এ ম্যাচে। তার জায়গায় ফেরানো হয়েছে পেসার রুবেল হোসেনকে।

পাকিস্তান দলে জায়গা হারিয়েছেন বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমীর। তার জায়গায় দলে ফিরেছেন আরেক বাঁ-হাতি পেসার জুদায়েদ খান। দলেই ফিরেই তিনি ৯ ওভারে ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১০:০৭ অপরাহ্ণ