১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

জন্মদিনেই সারপ্রাইজ দেবেন বাহুবলী

বিনোদন ডেস্ক:

তারকাদের প্রেম-বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। মুখরোচক খবরও ছড়ায় দ্রুত বাতাসে বাতাসে। আর তারকারাও খুব মজা পান ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়ে লুকোচুরি করতে।

যেমন ‘বাহুবলী’ তারকা প্রভাস। কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে তার প্রেম ও বিয়ের নানা কথা। ‘বাহুবলী ২’ ছবির নায়িকা আনুশকা শেঠির সঙ্গে তার বাগদানের খবরও প্রকাশ হয়েছিলো কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই আর সত্যি হয়নি।

এবার শোনা যাচ্ছে, সত্যিই নাকি নিজের বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে আনতে চলেছেন দক্ষিণী অভিনেতা প্রভাস। আর এটাই হচ্ছে জন্মদিনের নিজের ভক্তদের জন্য বিশেষ সারপ্রাইজ। পিঙ্কভিলার খবর অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর প্রভাসের জন্মদিন। আর ওইদিনই নাকি বিয়ের দিন, তারিখের ঘোষণা করবেন তিনি।

শুধু তাই নয়, জন্মদিনেই নাকি প্রভাসের আগামী সিনেমা ‘সাহো’র প্রথম লুকও প্রকাশ্যে আসবে। এখন দেখা যাক, ভক্তদের জন্য আর কী কী সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছেন প্রভাস।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৮ ৯:৫২ অপরাহ্ণ