১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৭

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

অপরাধ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ট্রাকচালক ও তার হেলপারকে আটক করা হয়েছে। এ সময় ট্রাকটি জব্দ করা হয় বলেও জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের পতুল্লায় বসবাসকারী বরগুনা জেলার আমতলী আঠার গাছিয়া এলাকার ইয়ামিন হাওলাদার বাড়ির মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ আল আমিন (৪০)। আর হেলপার মো. মনির হোসেন (২৮) শরীয়তপুর জেলার নড়িয়া সালই এলাকার কালাচান বেপারীর ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, গত মঙ্গলবার রাতে টেকনাফ-কক্সবাজার সড়ক দিয়ে ইয়াবার একটি চালান পাচারের গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ। তার নেতৃত্বে পরিদর্শক (অপারেশন) শরীফ ইবনে আলম, উপ-পরিদর্শক (এসআই) বোরহান ও শরীফুল ইসলামসহ একদল পুলিশ উপজেলার হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের সামনের সড়কে গাড়ি তল্লাশি করে।

এ সময় টেকনাফ থেকে ছেড়ে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় ট্রাকচালকসহ তার হেলপারকে আটক করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে প্রেরন করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১২:০৪ অপরাহ্ণ