১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

থাইল্যান্ডে বৌদ্ধমন্দির ধসে নিহত ১, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ডের ব্যাংকক জেলার ফরায়া থাম ভোরাভিহার্ন টেম্পলে সংস্কার কাজ চলাকালে একটি পুরাতন বৌদ্ধমন্দির ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১১ জন। মঙ্গলবার রাতে ইরাওয়ান উদ্ধার কেন্দ্র এ খবর নিশ্চিত করেছে। খবর সিনহুয়ার।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভিতর থেকে প্রাথমিকভাবে ১১ কর্মীকে উদ্ধার করে। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৌদ্ধমন্দিরটির ভিত্তি সংস্কারের সময় এ ধসের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, আহতদের উদ্ধার করতে তাদের কয়েক ঘণ্টা লেগেছে। মন্দিরটি আঠারো শতকে রাজা তৃতীয় রামার শাসনামলে একটি ‘ঘণ্টা টাওয়ার’ হিসেবে নির্মিত হয়। এই বছরের মে মাস থেকে দেশটির চারুকলা বিভাগের অধীনে এর সংস্কার কাজ চলছিল। চারুকলা বিভাগ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করবে। -বাসস ও দ্য ন্যাশন

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ