১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

কাজলের ব্যক্তিগত ফোন নম্বর জানিয়ে দিলেন অজয়!

বিনোদন ডেস্ক:

এক সময় পছন্দের তারকার সঙ্গে সংযুক্ত থাকার ব্যপারটা ভাবাই যেতো না। বর্তমানে ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের বদৌলতে পছন্দের তারকাদের সঙ্গে সংযোগ থাকতে পারেন৷ ঠিক ব্যপারটা যেনো সোনায় সোহাগা। কিন্তু এর মধ্যেও রয়ে গিয়েছে কিছুটা দূরত্ব৷ সেলেবদের অন্দরমহলে ঢোকা নিষেধ ফ্যানদের৷

এতদিন যা অসম্ভব ছিল, সেটাকেই সম্ভব করে দেখালেন অভিনেতা অজয় দেবগণ৷ ট্যুইটারে সরাসরি লিখে ফেললেন কাজলের ওয়্যাটসঅ্যাপ নম্বর৷

সম্ভবত কারও মেসেজের রিপ্লাই দিতে গিয়েই এমনটা করে ফেলেছেন অজয় দেবগণ৷ তিনি লিখেছেন, ‘কাজল দেশে নেই৷ তার সঙ্গে হোয়াটঅ্যাপে যোগাযোগ করে নিন৷’ এর পরই লিখে দিয়েছেন তার নম্বর৷ সম্প্রতি কাজল তার আসন্ন ছবি ‘হেলিকপ্টার ইলা’ নিয়ে ব্যস্ত৷ তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়৷ যদি ভুল হয়েই থাকে তাহলে সঙ্গে সঙ্গে অজয়ের খেয়াল করা উচিত ছিল৷ অন্তত এমন ভুল হলে সেলেব্রিটিদের ম্যানেজার কিংবা পার্সোনাল অ্যাসিটেন্টরা অত্যন্ত চোখে পড়েনি?

সাধারণত, তারকাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করারও লোক আলাদা থাকে৷ তাহলে এই ধরণের কড়া নিরাপত্তার মধ্যে দিয়েও এমন ভুল হল কি করে? যদিও হয়ে থাকে তাহলে এখনও পর্যন্ত সেই স্ট্যাটাসটি ডিলিট করা হয়নি কেন, এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? উত্তর একমাত্র অজয়ের কাছেই রয়েছে৷

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ণ