১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৯

বি চৌধুরী-ড. কামালের জগাখিচুড়ি ঐক্য শেষ পর্যন্ত টিকবে না

নিজস্ব প্রতিবেদক:

বি চৌধুরী-ড.কামালের জগাখিচুড়ি ঐক্য শেষ পর্যন্ত টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে কক্সবাজারের একটি নতুন হোটেল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচরের আগে যুক্তফ্রন্টের জাতীয় ঐক্য প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে এটা জগাখিচুড়ি ঐক্য। এই জগাখিচুড়ি ঐক্য শেষ পর্যন্ত টিকবে এটা আমাদের বিশ্বাস হচ্ছে না।’

রেলপথে ব্যর্থ হয়েছে সড়ক পথেও আওয়ামী নির্বাচনী যাত্রা ব্যর্থ হবে বলে বিএনপির এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘তারা (বিএনপি) ঢাকায় আমার একটা সমাবেশের সমপরিমাণ গ্যাদারিং করাতে পারেনি। এখানেই তো গায়ে জ্বালা, অন্তর্জ্বালা। এখানেই হতাশা এবং হতাশায় আবোল তাবোল বলছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে ট্রেন যাত্রা, সড়ক যাত্রায় অচিন্তনীয়, অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপি হতাশা থেকে আবোল তাবোল বকছে। এ নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই।’

‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অর্জনে জনগণ খুশি হয়েছে বলেই ট্রেন ও সড়ক যাত্রায় আমরা সফল’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কেএম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ।

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১:০২ অপরাহ্ণ