১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৯
মাগুরা শহরে সোমবার কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মাগুরায় দুধ কিনতে গিয়ে লাশ হলেন শ্যালক-দুলাভাই

মাগুরা প্রতিনিধি:
মাগুরা শহরে দুধ কিনতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের যুব উন্নয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনিরুদ্দিন তালুকদার লাভলু (৩৮) এবং নিয়ামুল (২৫)। লাভলু মাগুরা শহরের সাকুরা কালার ল্যাবের কর্মচারী এবং নিয়ামুল তার শ্যালক।

পুলিশ জানায়, লাভলু তার শ্যালক নিয়ামুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দুধ কিনতে বেলনগর যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে তারা ঢাকা-খুলনা মহাসড়কের যুব উন্নয়ন পরিষদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

সদর থানার এসআই মবিন জানান, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক পরিবহনটি পালিয়ে গেলেও সনাক্ত করার চেষ্টা চলছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১২:৪৬ অপরাহ্ণ