১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৬

আদালত প্রতিবেদক:

বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

কাফরুল থানায় করা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কারাগার থেকে মোজাম্মেলকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. রায়হান।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন খারিজ করে দেন। এর পরেই চাঁদাবাজির মামলায় জামিনপ্রাপ্ত মোজাম্মেলকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এর আগে বিচারক তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান, গত ফেব্রুয়ারি মাসে দায়ের করা এ মামলাটিতে ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় কেউ তাকে জড়িয়ে জবানবন্দি দিয়েছেন কি-না। তদন্ত কর্মকর্তার না সূচক উত্তরে বিচারক আবার জানতে চান, কোনো সাক্ষী বা কোনো আসামির জবানবন্দিতে নাম না এসে থাকলে কেন মোজাম্মেলকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলো। একাধিকবার প্রশ্নের পরও পুলিশ কর্মকর্তা কোনো জবাব দেননি। এ সময় বিচারক মোজাম্মেলের কাছেও কাফরুলের এ মামলার ঘটনা সম্পর্কে জানতে চান।

এ সময় মোজাম্মেল বলেন, যাত্রীদের কল্যাণে কাজ করছেন বলে তিনি পরিবহন মালিক পক্ষ ও শ্রমিক নেতাদের রোষানলে পড়েছেন। পুলিশকে কব্জা করে অন্যায় স্বার্থের বিনিময়ে তাকে একের পর এক মামলায় জড়াচ্ছে ওই মহল। তখন বিচারক পুলিশ কর্মকর্তার প্রতি উষ্মা প্রকাশ করে তাকে গ্রেফতার দেখানোর আবেদন নাকচ করে দেন।

দুলাল নামের এক ব্যক্তি গত ৪ সেপ্টেম্বর মোজাম্মেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ১১ সেপ্টেম্বর তাকে জামিন দেন আদালত।

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১০:৩৮ অপরাহ্ণ