১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫
ইলিয়াস (ডানে) ও তার ছেলে রবিউলকে আটক করেছে পুলিশ।

৪০ টাকার জন্য খুন!

অপরাধ ডেস্ক:

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া বাজারে মাত্র ৪০ টাকার জন্য গ্যারেজমালিক রাজা মোল্লাকে (৬০) খুন করার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে যশোপাড়া বাজারে এ ঘটনা ঘটে। রাজা মোল্লা সদর উপজেলার যশোপাড়া এলাকার বাদিন্দা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, যশোপাড়া বাজারে অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য রাজা মোল্লার একটি গ্যারেজ রয়েছে। সেখানে টাকা দিয়ে প্রতিদিন অটোভ্যান চার্জ দেন একই এলাকার ইলিয়াস (৫৫)। আজ সকালেও তিনি নিজের অটোভ্যানটি সেখানে চার্জে দেন। দুপুরে ইলিয়াস তার অটোরিকশা নেওয়ার সময় গ্যারেজমালিক রাজা তার কাছে চার্জের ভাড়ার ৪০ টাকা চান। এ সময় ইলিয়াস জানান, আগেই তিনি টাকা দিয়েছেন। কিন্তু রাজা সেটি অস্বীকার করেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রাজা ইলিয়াসকে মারধোর করেন।

ওসি বদিউজ্জামান জানান, মারধরের শিকার ইলিয়াস বাড়িতে গিয়ে সন্তানদের কাছে বিষয়টি বলেন। পরে তার ছেলে রডমিস্ত্রি রবিউল (২৩) একটা লোহার রড নিয়ে বাবার মারের প্রতিশোধের জন্য বাজারে আসেন। তিনি দোকানে গিয়ে রাজাকে পেটাতে থাকেন। পরে স্থানীয় লোকরা রাজাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়ারউর রহমান মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় ইলিয়াস এবং তার ছেলে রবিউলকে আটক করা হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৮ ৯:৩২ অপরাহ্ণ