অপরাধ ডেস্ক: বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া বাজারে মাত্র ৪০ টাকার জন্য গ্যারেজমালিক রাজা মোল্লাকে (৬০) খুন করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে যশোপাড়া বাজারে এ ঘটনা ঘটে। রাজা মোল্লা সদর উপজেলার যশোপাড়া এলাকার বাদিন্দা। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, যশোপাড়া বাজারে অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য রাজা মোল্লার একটি গ্যারেজ রয়েছে। সেখানে টাকা দিয়ে ...