২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৪

চীনে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শনিবার স্থানীয় সময় ১০ টা ৩১ মিনিটে মোজিয়াং হ্যানি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। চীনা ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) একথা জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৩ দশমিক ২৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১০১ দশমিক ৫৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ১১ কিলোমিটার গভীরে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় দালানগুলো কেঁপে ওঠে। এ সময় বাসিন্দারা বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এক মাসের মাথায় এ নিয়ে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তিনবারের মতো ভূমিকম্প আঘাত হেনেছে। গত ১৫ আগস্ট থংহাই প্রদেশে ইয়াওসি শহরে ৫.৯ মাত্রার ভূমিকম্পে ২৪ জন আহত হয়। এর ২৪ ঘণ্টা আগে একই প্রদেশে মাঝারিপা আকারের ভূকম্পন অনুভূত হয়।

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৮ ১১:৩০ পূর্বাহ্ণ