চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হোসেন বাবু (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বাবু উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের ইউপি সদস্য আলমের ছেলে।
র্যাব জানায়, গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকার একটি আমবাগানে ৪-৫ জনের একটি দল মাদক কেনাবেচা করছিল। এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজন উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।