১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫১

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ

কুয়াকাটা প্রতিনিধি:

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের এফবি ইলিয়াস নামের একটি ট্রলার ডুবির ঘটনায় ৬ জেলে নিখোঁজ রয়েছে। ট্রলারটির উদ্ধার হওয়া মাঝি মনির জানান, বুধবার রাত ১১টায় জোরার বয়া এলাকায় উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও জানান, পটুয়াখালীর মহিপুর থানার সদর ইউনিয়নের নজিবপুর গ্রামের ইলিয়াসের ট্রলারটির ১৩ জেলের মধ্যে ৭ জেলেকে অন্য একটি মাছধরা ট্রলারে উদ্ধার করেছে। নিখোঁজ জেলেরা হলেন- নজিবপুর গ্রামের আ. কাদের (৩৮), মাহাবুব (২৮), সাইফুল (২৫), ইব্রাহিম খান (২৫), কলাপাড়া থানার চাকমইয়ার ইউনিয়নের সিদ্দিক হাওলাদার (৩০) এবং বরগুনার খাকবুনিয়া এলাকার আল-আমিন (২৬)। তাদের সন্ধান চলছে বলেও জানান মাঝি মনির।

এর আগে বুধবার রাতে এফবি মার্জিয়া নামের অপর একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় কেউ নিখোঁজ না থাকলেও মাছ ধরার ট্রলারটি এখনও উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন ট্রলারটির মালিক ও মহিপুর থানার আলীপুর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা।

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৮ ৯:২৮ পূর্বাহ্ণ