১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় খালেদা জিয়ার নিন্দা

অনলাইন ডেস্ক:

যুক্তরাজ্যে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার বেগম জিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় তিনি এ হামলার নিন্দা জানান।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যে ঘটে যাওয়া ভয়ংকর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। ভুক্তভোগীদের জন্য আমার প্রার্থনা।’

বার্তায় সন্ত্রাসী হামলায় আহতদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি ছবিও পোস্ট করা হয়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৪, ২০১৭ ৮:০০ অপরাহ্ণ