১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫০

লুটপাটের ভর্তুকি দিতে জনগণের ওপর বাড়তি করের বোঝা: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

রোববার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যাংক লুটপাট করে এখন সেখানে ভর্তুকি দিয়ে জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপানো হচ্ছে।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই আলোচনা সভার আয়োজন করে। সভায় আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির যুগ্ম মহাসিচব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শফিউল বারী বাবু ও মীর সরাফত আলী সফু প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, বাংলাদেশে একজন মানুষকেও খুজেঁ পাওয়া  যাবে না যিনি বাজেট সর্ম্পকে ভালো বলেছেন। এক লক্ষ টাকা ব্যাংকে রাখতে এখন ৮০০টাকা কেটে নেবে। আবগারি শুল্ক দিতে হবে। একদিকে তো ব্যাংক লুট করছেন, ব্যাংক লুট করে শেষ করে দিয়েছে। ছয়টা রাষ্ট্রায়ত্ব ব্যাংক, সেটাকে আপনারা লোকসানি প্রতিষ্ঠানে করেছেন। ১৫ হাজার কোটি টাকা ব্যাংকগুলোতে আপনারা ভর্তুকি দেবেন, এই ভর্তুকি জনগণের ট্যাক্সের পয়সা।

আগামী নির্বাচনও ক্ষমতাসীনরা বিএনপিকে বাদ দিয়ে করতে চায় এমন অভিযোগও করেন ফখরুল। তিনি বলেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। কারণ তারা জানে, বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে তারা নির্বাচনে কোনো দিন জয়ী হতে পারবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারি যেটা হয়েছে, সেটা এবার হবে না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এবার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। এই সরকারকে বাধ্য করব একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৪, ২০১৭ ৮:০৭ অপরাহ্ণ