তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ট্রিলিয়ন ডলারের ক্লাবে নতুন সঙ্গী পেল টেক জায়ান্ট অ্যাপল। ই-কমার্স জায়ান্ট অ্যামাজন হলো এ ক্লাবের দ্বিতীয় সদস্য। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে গতকাল মঙ্গলবার রাতে বলা হয়েছে, অ্যামাজনের বর্তমান বাজারমূল্য এক ট্রিলিয়ন (এক হাজার বিলিয়ন) ডলার। গতকাল অ্যামাজনের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বেড়ে দুই হাজার ৫০ দশমিক ৫০ ডলার হয়ে যায়। অ্যাপল গত আগস্টের শুরুতে এ মাইলফলক অতিক্রম করে। চলতি বছর জেফ বেজোসের অ্যামাজনের সব ধরনের শেয়ারের দাম বেড়েছে। রিটেইল, ক্লাউড, মিডিয়া, কনজিউমার- প্রতিটি ক্ষেত্রে শেয়ারের দাম বেড়েছে ৬৫ শতাংশের উপরে।
অ্যাপল ও অ্যামাজনের মধ্যকার তীব্র প্রতিযোগিতা সম্পর্কে ফরেস্টার রিসার্চের জেমস ম্যাককুইভে এক প্রতিবেদনে বলেছিলেন, অ্যাপলকে ছাড়িয়ে যাবে অ্যামাজন। এর মূল কারণ হলো, গ্রাহকরা অ্যামাজনকে বেশি পছন্দ করে। ফরেস্টারের সামপ্রতিক জরিপ অনুযায়ী, অ্যাপলের চেয়ে অ্যামাজনকে বেশি নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
ট্রিলিয়ন ডলারের ক্লাবে যে শুধু অ্যাপল ও অ্যামাজন-ই থাকবে তা নয়। গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফ্যাবেট ও মাইক্রোসফটও এগোচ্ছে ট্রিলিয়ন ডলার ক্লাবের দিকে। অ্যালফ্যাবেটের এখন বাজারমূল্য ৮৭৫ বিলিয়ন আর মাইক্রোসফটের প্রায় ৮৪০ বিলিয়ন ডলার।