অপরাধ ডেস্ক:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আলাদা দুটি ফ্লাইটে আসা দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। এ সময় ওই দুই যাত্রীকে আটক করা হয়।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান এবং মাসকাট থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তারা চট্টগ্রামে এসে পৌঁছান। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউএস বাংলার ফ্লাইটটি ভোর ৬টায় চট্টগ্রামে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা গিয়াস উদ্দিন নামে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে প্রায় সাড়ে চার কেজি ওজনের স্বর্ণের বার পাওয়া গেছে। এছাড়া সকাল ৭টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের যাত্রী রবিউলের লাগেজ তল্লাশি করে আরও এক কেজির মতো স্বর্ণ পাওয়া গেছে। তাদের দুইজনকে আটক করা হয়েছে।
মাহবুবুর রহমান বলেন, দু’জনের কাছ থেকে জব্দ করা মোট স্বর্ণবারের সংখ্য ৪৫টি, যার ওজন প্রায় সাড়ে চার কেজি। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য সোয়া ২ কোটি টাকা।