১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩
সার্কভুক্ত প্রধান নির্বাচন কমিশনারদের সংগঠন ফোরাম ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোসা) সদস্যরা।

ফেমবোসা সম্মেলনে অংশ নিচ্ছে না পাকিস্তান-মালদ্বীপ

নিজস্ব প্রতিবেদক:
সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের সংগঠন দ্য ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোসা) সম্মেলন দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। তবে পাকিস্তান ও মালদ্বীপের নির্বাচন কমিশনাররা এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে।

বুধবার সকালে সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইতোমধ্যে পাকিস্তান ও মালদ্বীপ ছাড়া অন্য পাঁচটি দেশের নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন।

সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী এ সম্মেলন ঢাকার র‌্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, সম্মেলনে মোট ২১ জন প্রতিনিধি অংশ নেয়ার কথা ছিল। তবে পাকিস্তান ও মালদ্বীপ দেশ দুটির প্রতিনিধিরা মঙ্গলবার রাত পর্যন্ত ঢাকায় এসে পৌঁছাননি। ফলে সংশ্লিষ্ট দেশগুলোর ঢাকাস্থ দূতাবাসে প্রতিনিধি পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

গতকাল ইসির জনসংযোগ শাখা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফেমবোসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে ২০১০ সালে ফেমবোসা’র যাত্রা শুরু। পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলঙ্কা, ২০১৬ সালে মালদ্বীপ ও ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের নামের বর্ণনাক্রমে ঘুরে এসে ২০১৮ সালে বাংলাদেশে নবম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৮ ১১:০৪ পূর্বাহ্ণ