১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৯

‘সেলিম খানের জন্য আজ আমি শাহরুখ খান হয়েছি’

বিনোদন ডেস্ক:
সালমানের সঞ্চালনায় জনপ্রিয় টিভি গেম শো ‘দশ কা দম থ্রি’র চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানে শাহরুখ নিজের সফলতার পেছনে সালমান খানের বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের অবদানের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে শাহরুখ খান বলেন, ‘অভিনেতা হতে আমি প্রথম যখন মুম্বাই আসি তখন আমি সালমান খানদের বাড়িতে খাবার খেয়েছি। ওই সময় সেলিম খান আমাকে অনেক সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতার কারণে আজ আমি শাহরুখ খান হতে পেরেছি।’

শাহরুখ খান আরও বলেন, ‘ আমি এই শোতে শুধুমাত্র সালমানের জন্য এসেছি। সে আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানেই যাবো।’

ব্যক্তিগত জীবনে শাহরুখ ও সালমানের বন্ধুত্ব দীর্ঘদিনের। তার একসঙ্গে ‘হাম তুমহারে হে সনম,’ ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘ করন অর্জুন’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ২০০৮ সালে এই দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরে ব্যক্তিগত কারণে। তবে ২০১৪ সালে সালমানের বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানের সময় তাদের সম্পর্ক আবারও জোড়া লাগে।

‘দশ কা দম থ্রি’র পর্বটিতে শাহরুখ খানের সঙ্গে আরও অংশ নেন অভিনেত্রী রানী মুখার্জি। তখন তারা ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করেন। সূত্র :এনডিটিভি

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৮ ৮:০২ অপরাহ্ণ