২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৬

চার্জার লাইট থেকে ৬৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

অপরাধ ডেস্ক:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টম কর্মকর্তারা। যার ওজন ১ কেজি ৫১৭ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে দোহা থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইটের (বিএস ৩৩৪) এক যাত্রীর কার্টন থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে ওই যাত্রীকে শনাক্ত করা যায়নি।

কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা কাজল নন্দী যুগান্তরকে জানান, ফ্লাইটটিতে করে অবৈধ স্বর্ণ আসতে পারে- খবরের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছিল। যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের সময় কেউ একজন একটি কার্টন ফেলে যায়। ওই কার্টনে কোনো নাম-ঠিকানা লেখা ছিল না।

তিনি জানান, এরপর কার্টনটি নিয়ে আমরা অনেকক্ষণ অপেক্ষা করি যদি কেউ মালিকানা দাবি করে। কিন্তু শেষ পর্যন্ত কেউ নিতে না আসায় বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার কর্মীদের উপস্থিতিতে কার্টনটি খোলা হয়। এর ভেতরে পাওয়া যায় একটি চার্জার লাইট। ওই লাইটের ব্যাটারির জায়গায় বিশেষ কৌশলে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।

কাজল নন্দী জানান, কেউ চার্জারের ভেতরে করে স্বর্ণের বারগুলো এনেছিল। স্ক্যানিংয়ে ধরা পড়ার ভয়ে ফেলে যায়। ওই যাত্রীকে শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৮ ৮:১০ অপরাহ্ণ