১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

লংগদুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তি হবে। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এই ধরনের দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে, সে জন্য সরকার কঠোর থাকবে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। রমজান এবং ঈদকে ঘিরে সারা দেশেই কঠোর গোয়েন্দা নজরদারি রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র উদ্ধার এবং হলি আর্টিজানের ঘটনার তদন্ত প্রতিবেদন সম্পর্কেও সাংবাদিকদের জানান।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৪, ২০১৭ ৫:৪১ অপরাহ্ণ