১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৬

সহজ উপায়ে কমিয়ে ফেলুন কাজের চাপ

লাইফস্টাইল ডেস্ক:

প্রতিযোগিতার বাজারে কাজের চাপ খুবই স্বাভাবিক ব্যাপার৷ আর,এই কাজের চাপ থেকেই আসে ক্লান্তি৷ যা বাধ সাধে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায়৷ এসবের মাঝেই রয়েছে কিন্তু সমাধান৷ প্রয়োজন দৃষ্টিভঙ্গি বদলের, যেটি পরিবর্তন আনবে প্রতিদিনের কর্মজীবনে-

১) গান সবসময় ক্লান্তি মুক্তির অন্যতম উপায়৷ গবেষণা জানাচ্ছে, ভাল গান মানসিক অবস্থার পরিবর্তন করে৷ আর মনের অবস্থা ভাল মানেই কাজের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব৷ যা সহজ করবে আপনার কাজের সময়কে৷ অনেকেই কাজের ক্ষেত্রে মনোনিবেশ সংক্রান্ত সমস্যায় প্রায়ই ভোগেন৷ সেক্ষেত্রে, এটি হতে পারে একটি সমাধানের রাস্তা৷

২) দৌড়াতে হবে। অনেকের কাছে বিষয়টি হাস্যকর৷ কিন্তু একবার চেষ্টা করুন৷ আর ফল পান একদম হাতেনাতে৷ দৌড়ের ফলে মানসিকতায় আসবে ইতিবাচক পরিবর্তন৷ যা অবশ্যই শরীর এবং মনের সঙ্গে যুক্ত৷

৩) একঘেয়েমি ত্যাগ করুন৷ জীবনে যোগ করুন নতুন কিছু৷ প্রয়োজনে সময় কাটান নিজের সঙ্গে, নিজেকে জানুন৷ জীবনধারায় যোগ করুন শরীরচর্চা। নিয়মিত শরীরচর্চা আপনাকে হাজারো সমস্যা থেকে মুক্তি দিতে পারে৷

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৮ ১১:২৮ পূর্বাহ্ণ