১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

টি ১০ লিগে আট দল

ক্রীড়া ডেস্ক:

টি ১০ লিগের দ্বিতীয় আসর বসবে আরব আমিরাতে। এ বছর ২৩ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২ ডিসেম্বর। লিগের গ্রুপিং ঘোষণা করা হয়েছে সোমবার। আইসিসি স্বীকৃত বিশ্বের প্রথম টি ১০ ক্রিকেট লিগে এবার দুটি নতুন দল খেলবে। দল দুটি হল- দ্য কারাচিয়ান্স ও নর্দার্ন ওয়ারিয়র্স।

আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ক্রিকেটের সবচেয়ে ক্ষুদে ফরম্যাট টি ১০ লিগ প্রথম অনুষ্ঠিত হয় গত বছর। ভারত, পাকিস্তান ও শ্রীলংকার বেশ কয়েকজন সাবেক তারকা এবারও এতে অংশ নেবেন। বিশ্বের ২০টিরও বেশি দেশে সরাসরি খেলা সম্প্রচার করা হবে।

৯০ মিনিটেরও কম সময়ে শেষ হওয়া টি ১০ ম্যাচের এই লিগে গত বছর চ্যাম্পিয়ন হয় কেরালা কিংস। রানার্সআপ পাঞ্জাবি লিজেন্ডস। এ-গ্রুপে রয়েছে কেরালা কিংস, কারাচিয়ান্স, পাখতুন ও রাজপুত। বি-গ্রুপের দলগুলো হল- বেঙ্গল টাইগার্স, পাঞ্জাবি লিজেন্ডস, মারাঠা অ্যারাবিয়ান্স ও নর্দার্ন ওয়ারিয়র্স।

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৮ ১০:৩৯ পূর্বাহ্ণ