৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:৪২

রোহিঙ্গা গণহত্যা: জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক:

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সামরিক অভিযান চালানো হয়েছে বলে সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ, বুধবার তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।

গতবছরের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গাদের ওপর দমন পীড়ণ শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। তাদের হাত থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করেছে ৭ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী। এখনও তারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে।

সোমবার প্রকাশিত ওই জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছিলো, মিয়ানমার সেনারা যে রোহিঙ্গাদের ওপর ব্যাপকভাবে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়েছিল, তা প্রমাণিত। এই প্রতিবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ মিয়ানমার সেনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারের দাবি জানিয়েছে।

কিন্তু বুধবার (২৯ আগস্ট) জাতিসংঘের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।

মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতে বলেন, ‘আমরা এফএফএম (জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন) প্রতিনিধিদের মিয়ানমারে ঢুকতে দেইনি। তাই মানবাধিকার পরিষদের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে জাতিসংঘের এ সংক্রান্ত কোনো প্রস্তাবকে আমরা মেনে নিতে পারি না।’

জ হতের এই বক্তব্য প্রকাশ করেছে দেশটির ‘গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমার’ নামের এক সরকারি পত্রিকা।

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৮ ১০:৫২ পূর্বাহ্ণ