আন্তর্জাতিক ডেস্ক:
আগামী মাসে রাশিয়া গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া চালাতে যাচ্ছে। আসন্ন এ মহড়ার নাম দেয়া হয়েছে ভস্টক-২০১৮ (পূর্ব-২০১৮)। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, স্নায়ুযুদ্ধের পর এটাই হতে যাচ্ছে তার দেশের সবচেয়ে বড় সামরিক মহড়া।
শোইগু জানান, রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে। তিনি জানান, মহড়ায় তিন লাখের বেশি সেনা, এক হাজারের বেশি বিমান, দুটি নৌবহর এবং সমস্ত এয়ারবোর্ন ইউনিট অংশ নেবে। তিনি নিশ্চিত করেন, ১৯৮১ সালের পর এটা হবে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। তবে মহড়াটি কতদিন চলবে তা পরিষ্কার নয়।
রাশিয়ার দোর গোড়ায় বিশেষ করে পশ্চিম সীমান্তে যখন ন্যাটো সেনারা মাঝেমধ্যেই মহড়া চালাচ্ছে তখন মস্কো বিশাল এ মহড়ার ঘোষণা দিল। ন্যাটোর এসব মহড়াকে রাশিয়া তার নিজের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে।
রাশিয়া ক্রিমিয়াকে নিজের সঙ্গে যুক্ত করে নেয়ার পর থেকেই পশ্চিমা সামরিক জোট ন্যাটো বাল্টিক সাগর এলাকায় সেনা উপিস্থিতি বাড়িয়েছে।