নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী বেলাবতে যাত্রীবাহী বাস এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ ঘটনার নিশ্চিত করে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আবুল হোসেন (৫৫), আবদুল মিয়া (২৪), মোবারক হোসেন (১৮), সুজন মিয়া (৩০) তার স্ত্রী (২৩) অজ্ঞাত।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, রায়পুরা উপজেলার মরজাল এলাকা থেকে একটি যাত্রীবাহী লেগুনা ভৈরব যাবার পথে ঘটনাস্থলে পৌঁছলে ভৈরব থেকে মহাখালীগামী ঢাকা বাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনাস্থলেই লেগুনার ৮ যাত্রী নিহত হয় এবং আরো ৮ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনার পর পর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।