১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫১

হিজড়া সম্প্রদায়কে কোরবানির গরু দিলেন প্রধানমন্ত্রী

জামালপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুর সদরের হিজড়া সম্প্রদায়কে কোরবানির জন্য একটি গরু উপহার দিয়েছেন।

ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় জেলা প্রশাসক সোমবার সকালে তাদের কাছে এই গরু হস্তান্তর করেন। খবর বাসসের

তিনি জানান, সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইলে একটি এসএমএস পান। এসএমএস-দাতা বলেন, তার নাম ময়ূরী, তিনি হিজড়া সম্প্রদায়ের একজন। ময়ূরী প্রধানমন্ত্রীর কাছে ঈদে কোরবানি দেয়ার জন্য একটি গরু চান।

এসএমএস দেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব এম তোফাজ্জল হোসেন মিয়াকে ময়ূরীর ফোন নম্বরে যোগাযোগ করে একটি কোরবানির গরু পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।

একান্ত সচিব ওই নাম্বারে ফোন করে জানতে পারেন, ময়ূরী জামালপুর সদরে হিজড়া পল্লীতে থাকেন। সেখানে ৮৭ জন হিজড়া বসবাস করেন। একান্ত সচিব তাৎক্ষণিকভাবে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে প্রধানমন্ত্রীর নির্দেশ পৌঁছে দেন।

জেলা প্রশাসক দুপুরে হিজড়া সম্প্রদায়ের কাছে এক লাখ টাকা দামের একটি গরু এবং আনুষঙ্গিক খরচের টাকা হস্তান্তর করেন।

প্রকাশ :আগস্ট ২০, ২০১৮ ১০:৫৬ অপরাহ্ণ