আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় ৪৮ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছে। গতকাল বুধবার কাবুলের উপকণ্ঠে শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হামলার জন্য তালেবান জঙ্গিগোষ্ঠীকে সন্দেহ করা হলেও তারা তা অস্বীকার করেছে। খবর বিবিসি।
পুলিশ জানায়, কোচিং সেন্টারটিতে ক্লাস চলাকালে এক ব্যক্তি হেঁটে সেখানে প্রবেশ করে এবং শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। নিহতদের বেশির ভাগই তরুণ। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিতে ওই কোচিং সেন্টারে ক্লাস করছিল।
এ ছাড়া এদিন ভোরে উত্তরের প্রদেশ বাঘলানে একটি সেনাপোস্টে জঙ্গি হামলায় ৯ পুলিশ ও ৩৫ সেনা নিহত হয়েছেন।
কয়েক দিন আগে তালেবান জঙ্গিরা গজনিতে হামলা চালিয়ে এর একাংশ দখল করে নেয়। সেখানে সেনাবাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে। এ যুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

