২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:২৫

খালেদাকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করতে হবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে এ সরকারকে বাধ্য করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় পার্লামেন্ট ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নিবার্চন পরিচালনা করতে হবে।’

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। গণতন্ত্রকে মুক্ত করার জন্য, দেশের মানুষের অধিকারকে পুনরায় ফিরিয়ে আনার জন্য আমাদের প্রাণপণ বাজি রেখে লড়াই করতে হবে। এ সংগ্রামে আমাদের জয়ী হতে হবে।’

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করেন মির্জা ফখরুল এবং তার মুক্তির জন্য সকলকে শপথ নেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার এরশাদ সরকারের আমল থেকে বেগম খালেদা জিয়া রাজনীতি শুরু করে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। দুইবার বিরোধী দলীয় নেতা হয়েছেন। ১/১১ অবৈধ সরকার দেশনেত্রীকে কারাবন্দি করেছিল, তারাও তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। কিন্তুু সেই সরকারের চেয়ে বতর্মান সরকার ফ্যাসিস্ট।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তারা কোমলমতি শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে নির্মমভাবে দমন করেছে। শিক্ষার্থীদের গ্রেফতার করেছে, তাদের তুলে নেওয়া হচ্ছে। মেয়েদেরকেও রেহায় দেওয়া হচ্ছে না।’

দোয়া মাহফিলে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়েদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৮ ৩:৫৩ অপরাহ্ণ