ডেস্ক রিপোর্ট:
সারাদেশে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবর-
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোকর্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। র্যালিতে অংশগ্রহণ করেন- আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেআরা বেবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিয়া, মিনহাজ উদ্দিন, উপজেলা এলজিইডি কর্মকর্তা অনিক সাহা, কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আসাদুল ইসলাম বাবুলসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ।
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, ফরিদপুর চিনিকল, পৌর আওয়ামীলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার আয়োজনে মধুখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন জাতীয় পতাকা অর্ধনমিতকরনের পর বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পনশেষে সম্মিলিতভাবে বিশাল একটি র্যালি বের করে। র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট, মধুখালী বাজার হয়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা মালটিপারপস হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে আলোচান সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পিকু আহসান হাসিব, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সুরাইয়া সালাম প্রমুখ।
পিরোজপুর প্রতিনিধি: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য নিবেদন, র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে মাল্যদান করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জেলা প্রশাসক আবু আহমাদ ছিদ্দীকী, পুলিশ সুপার মোহম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেকসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা। মাল্যদান শেষে একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে মুন্সীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ন’টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। শোক র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. মৃণাল কান্তি দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, সিভিল সার্জন হাবিবুর রহমান, অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাই তালুকদার, কৃষক লীগের সভাপতি মহাসিন মাখন প্রমূখ।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো। সকাল সাড়ে ৮টায় উপজেলা হলরুমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান,স্কুল–কলেজ ও সামাজিক সংগঠনগুলো। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা হলরুমে বঙ্গবন্ধুর কর্মময় জীবনী নিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকরামুজ্জামান রাজা,সহকারী কমিশনার ভুমি মোসাঃ আফসানা কাওসার,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল বাশার মিয়া প্রমূখ। এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠন রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
লালপুর (নাটোর) প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (১৫ আগস্ট) দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম ও দলের নেতাকর্মীরা। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শোক র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর মোড়ালের সামনে এক আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার ও যুবকদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, লালপুর থানার (ওসি) নজরুল ইসলাম জুয়েল, উপজেলা অওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।
চৌগাছা (যশোর) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় যশোরের চৌগাছায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনাসভা, চিত্রাংঙ্কন প্রতিযোগীতা, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটির শুরুতে শহরে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন। পরে উপজেলা চত্তর থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ইবাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহাজান কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলশারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী, সাবেক যুগ্মসম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, এসএম শাইফুর রহমান বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা টুটুল লাকি, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউর রহমান রিন্টু প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার বৈশাখী মঞ্চে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও উপজেলা অওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সোনারগাঁও প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে ইশা খাঁ’র রাজধানী খ্যাত সোনারগাঁওয়ে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ -৩ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করেন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। জাতির জনকের আদর্শ ধারণ করে তিনি দীর্ঘদিন নিজস্ব অর্থায়ণে এলাকার রাস্ত-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
শফিকুল ইসলাম বলেন, এলাকার সার্বিক উন্নয়ন করতে হলে জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। নিজের অর্ধায়নে আমি এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছি। সে জন্য এলাকা জনগণ এখন আমাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়। আমিও তাদের আস্বস্ত করেছি, জনপ্রতিনিধি হয়ে এলাকার উন্নয়ন করে ইশা খাঁ’র রাজধানীর সোনারগাঁওকে বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে প্রতিষ্ঠা কবর। তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। তার আদর্শের প্রতি সন্মান বুকে নিয়েই রাজনীতির পথে হাঁটতে চাই। তার দেয়া ঐতিহাসিক ভাষণ আমার কানে সারাক্ষণ বাজতে থাকে। আমি শুনতে পাই তিনি আমাকে এগিয়ে যেতে বলছেন। আমার বিশ্বাস, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার মনোন্নয়ন করার পাশাপাশি আওয়ামী লীগের সুনাম বহন করতে সক্ষম হবো।
জনগণের সঙ্গে কুশল বিনিময়ের এক পর্যায়ে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সোনারগাঁওয়ের কয়েকটি এলাকা চিহ্নিত করে সেখানকার রাস্তা ও অবকাঠামো সংস্কারের প্রতিশ্রুতি দেন। তিনি মনে করেন, জন প্রতিনিধি হওয়া ছাড়া সমস্ত সোনারগাঁওয়ের উন্নয়ন করা সম্ভব না। তিনি এ বিষয়ে জনগণের সহযোগীতাও প্রত্যাশা করেন। মতবিনিময় শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন এবং উপস্থিত দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
পরে তিনি পিরোজপুর, সোনারগাঁও, সম্ভুপুরা, সরমান্দী, মোগরাপাড়া, কাঁচপুর এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় এলার বিপুলসংখ্যাক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।