১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮
ঢাকা শহর। ছবি-সংগৃহীত

বিশ্বে বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

বিশেষ প্রতিবেদক:
বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয়।

লন্ডনভিত্তিক ইকোনমিস্ট গ্রুপের ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে এ তথ্য উঠে এসেছে।

রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা বিবেচনায় বিশ্বব্যাপী ১৪০টি শহরের ওপর জরিপ চালিয়ে তালিকাটি প্রকাশ করেছে সংস্থাটি।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হারিয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে।

প্রথমবারের মতো ইউরোপের কোনো শহর ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে শীর্ষ স্থান অর্জন করল।

২০১৮ সালে বাসযোগ্য শহরের তালিকায় থাকা অন্যগুলো হলো- মেলবোর্ন, অস্ট্রেলিয়া, ওসাকা, জাপান, ক্যালগেরি, কানাডা, সিডনি, অস্ট্রেলিয়া, ভ্যাঙ্কুভার, কানাডা, টোকিও, জাপান, টরোন্টো, কানাডা, কোপেনহেগেন, ডেনমার্ক, অ্যাডিলেড ও অস্ট্রেলিয়া।

অন্যদিকে বাস অযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার দামেস্ক, আর নাইজেরিয়ার লাগোস তালিকায় তৃতীয়, পাকিস্তানের করাচি চতুর্থ এবং পাপুয়া নিউগিনির পোর্ট মোরিসবে পঞ্চম স্থানে রয়েছে।

ইকোনমিস্ট বলছে, বাস অযোগ্য শহরের র‌্যাংকিংয়ের ক্ষেত্রে অপরাধ, নাগরিক অশান্তি, সন্ত্রাস অথবা যুদ্ধ ‘শক্তিশালী ভূমিকা’ পালন করেছে। সূত্র: ইউএনবি

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৮ ১:০৪ অপরাহ্ণ