১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন চারজন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মিরপুর-১৩ নম্বরে ‘অপেক্স’ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঢামেকের কর্তব্যরত চিকিৎসক আহত এক ব্যক্তির বরাত দিয়ে জানান, সকাল ৮টার দিকে কাজ শুরুর পর ‘অপেক্স’ কারখানায় সিলিন্ডারে গ্যাস ভরার সময় সেটি বিস্ফোরিত হয়। এসময় সেখানে ছিলেন তারা চার কর্মী। সবাই-ই আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসতক বলেন, আহতদের চিকিৎসা চলছে। কিন্তু তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৮ ১২:৪৮ অপরাহ্ণ