আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ায় কিশোর-কিশোরীদের অনলাইনের প্রতি আসক্তি কমাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করছে দেশটির সরকার। ১৭ বছর পর্যন্ত কিশোরদের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে।
টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে কিশোরদের মধ্যে রাত জেগে ভিডিও গেমস খেলা ও অনলাইন ব্যবহারের পরিমাণ তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন প্রশাসন। তাই ১৭ বছর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা চিন্তা করছে দেশটির সরকার।
সোমবার পার্লামেন্টে দেশটির দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী লি বুন চে জানান, ২০১৭ সালে দেশটির ৩৪ দশমিক ৯ ভাগ কিশোর-কিশোরীর (বয়স ১৪ থেকে ১৭) মধ্যে ইন্টারনেটের প্রতি আসক্তি বেড়েছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮০ ভাগ নাগরিক দিনের চার ঘণ্টা সামাজিক নেটওয়ার্কিং সাইটের জন্য ইন্টারনেট ব্যবহার করেন।
তিনি জানান, সোশ্যাল মিডিয়ার বা ভিডিও গেমসের প্রতি এমন আসক্তি ব্যক্তিদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর তাই ১৭ বছরের কম বয়সী ছেলেমেয়েদের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।